Sunday January 22, 2017
বিনোদন
31 December 2016, Saturday
প্রিন্ট করুন
সাতক্ষীরা মাতালেন জেমস!
জাস্ট নিউজ -
ঢাকা, ৩১ ডিসেম্বর (জাস্ট নিউজ) : নগর বাউল খ্যাত জেমস এবার সাতক্ষীরা মাতালেন। দেশব্যাপী মাদক ও জঙ্গিবিরোধী কর্মসূচির অংশ হিসেবে কাদামাটির ব্যবস্থাপনায় আয়োজিত কনসার্টে সাতক্ষীরাবাসীকে মাতালেন এ রকস্টার।

শুক্রবার বিকেল থেকে সাতক্ষীরা স্টেডিয়াম মেতে ওঠে জেমসসহ ক্লোজ আপ ওয়ান তারকা ঝুমুর, ব্যান্ড তারকা সোহাগ, পাওয়ার ভয়েজ তারকা রেশমীর একের পর এক মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায়।

লেইস ফিতা লেইস, কবিতা, দুষ্টু ছেলের দল, মা, গুরু ঘর বানাইলা কি দিয়া, ভিগি ভিগিসহ টানা ১১টি জনপ্রিয় গানে পুরো স্টেডিয়াম মাতিয়ে তোলেন জেমস।

এর আগে একে একে ঝুমুর, সোহাগ, রেশমী, চিত্র তারকা ডনসহ সাতক্ষীরার স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতেই স্টেডিয়াম ভর্তি দর্শকের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন ও পুলিশ সুপার আলতাফ হোসেন।

তারা জেলাবাসীর প্রতি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।


(জাস্ট নিউজ/জেআর/২০৫৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ