Sunday January 22, 2017
বিনোদন
29 December 2016, Thursday
প্রিন্ট করুন
১৭৯ কোটি ব্যবসা করেছে 'দঙ্গল'!
জাস্ট নিউজ -
ঢাকা, ২৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মুক্তির পর থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে আমির খানের নতুন ছবি 'দঙ্গল'। মুক্তির ছ’দিনের মধ্যে ভারতের মাটিতে ১৭৯ কোটি ৬০ লক্ষ রুপি ব্যবসা করে ফেলেছে এই ছবি।

গত শুক্রবার মুক্তির দিনেই ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। সপ্তাহ শেষে ছবির ব্যবসা ১০০ কোটি ছাড়িয়ে যায়। সারা বিশ্বে ব্যবসার নিরিখে অবশ্য দঙ্গলের ঝুলিতে এখন ৩৪২ কোটি রুপি ঢুকে গেছে। এখন আমির খান অভিনীত এই ছবির সামনে ‘সুলতান’ সহ আরো কয়েকটি ফিল্মকে টপকে যাওয়ার চ্যালেঞ্জ। 

জানা যায়, সারা বিশ্বে সুলতান ব্যবসা করেছিল ৬২৬ কোটি রুপি। সালমানের আরেকটি ফিল্ম 'বজরঙ্গী ভাইজান' সারা বিশ্বে ব্যবসা করে ৫৮৯ কোটি রুপি। তবে সবচেয়ে বেশি ব্যবসার নজির রয়েছে আমির খানের ‘পিকে’র। এই ফিল্মটি ৭৯২ কোটি রুপি ব্যবসা করে। সবচেয়ে বেশি ব্যবসার তালিকায় এই মুহূর্তে ১৩ নম্বরে রয়েছে 'দঙ্গল'।

(জাস্ট নিউজ/জেআর/১৮০৮ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ