Sunday January 22, 2017
বিনোদন
28 December 2016, Wednesday
প্রিন্ট করুন
অসুস্থ শিশুদের পাশে রুনা লায়না
জাস্ট নিউজ -
ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা ৪০ বছর আগে ১৯৭৬ সালের ২৭ ডিসেম্বর তার বড় বোন দিনা লায়লাকে হারান। এরপর ঢাকা শিশু হাসপাতালে তার বোনের স্মৃতির প্রতি উৎসর্গ করে একটি ওয়ার্ড খোলা হয়। গত ২৭ ডিসেম্বর সেটি পরিদর্শন করেন সংগীতের এই জীবন্ত কিংবদন্তী।

সে সময় তার সঙ্গে ছিলেন রুনার কন্যা তানি লায়লা ইসলাম ও দুই নাতি অ্যারন ও জাইন। হাসপাতালে অসুস্থ শিশু ও তাদের মায়েদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান রুনা। আর কথা বলেছেন নার্স ও চিকিৎসকদের সঙ্গে। 

এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রুনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য ছিল আবেগঘন মুহূর্ত। এই শিশুদের মাঝে এবং আমাদের স্মৃতিতে দিনা আপা বেঁচে থাকবেন। তাকে কখনও ভুলবো না। তিনিই সবসময় আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার আত্মার শান্তি কামনা করি।’

রুনা লায়লার কন্যা তানি লায়লা লিখেছেন, ‘আজকের সকালে আমাদের অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে গেলো। শিশুদের জন্য কাজ করাটা সবসময় প্রশংসনীয়। আমাদের ভালোবাসা ও প্রার্থনা আছে এই শিশুদের প্রতি।’

(জাস্ট নিউজ/জেআর/২২৫০ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ