Saturday January 21, 2017
বিনোদন
27 December 2016, Tuesday
প্রিন্ট করুন
মণিপুরি নাট্যোৎসবে দেবতার গ্রাস
জাস্ট নিউজ -
ঢাকা,২৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ‘মণিপুরি নাট্যোৎসব’। আর এই উৎসবে মঞ্চায়িত হবে নাটক ‘দেবতার গ্রাস’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে ‘দেবতার গ্রাস’ নাটকটি ২০১২ সালে মঞ্চে নিয়ে আসে মণিপুরি থিয়েটার।
 
নাটকটি প্রযোজনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। সুর সংযোজনা ও দৃশ্য পরিকল্পনাও তার। নাটকটিতে অভিনয় করছেন জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, শুক্লা রানী সিনহা, সুশান্ত সিংহ টুটুল, উজ্জ্বল সিংহ, সমরজিত্, প্রিয়াংকা সিনহা, শ্রাবণী সিনহা, সুজলা সিনহা, অরুণা সিনহা, সমরজিত্ সিংহ।
 
এছাড়া নাটকটির সংগীতে রয়েছেন শর্মিলা সিনহা, আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় জ্যোতি সিনহা এবং মঞ্চ পরিকল্পনায় আছেন আলী আহমেদ মুকুল ও সজল কান্তি সিংহ।
 
(জাস্ট নিউজ/ওটি/০৯৫৫ঘ.)
মতামত দিন
বিনোদন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ