Sunday January 22, 2017
চট্টগ্রামের খবর
16 December 2016, Friday
প্রিন্ট করুন
৬ নৌকা ও ১০৬ জন রোহিঙ্গা ফেরত পাঠাল বিজিবি
জাস্ট নিউজ -
কক্সবাজার, ১৬ ডিসেম্বর (জাস্ট নিউজ) : বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মায়ানমারের রোহিঙ্গাদের বহনকারী ছয়টি নৌকাও ফেরত পাঠিয়েছে বিজিবি।

এ সময় মায়ানমার থেকে আসা ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককরা রোহিঙ্গাদের মধ্যে ৮ নারী, ৩ পুরুষ ও পাঁচটি শিশু রয়েছে। আর ফেরত পাঠানো এসব নৌকায় আনুমানিক রোহিঙ্গা ছিল ৯০ জন।

উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উখিয়া সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

সে সময় ৮ নারী, ৩ পুরুষ ও পাঁচ শিশু মোট ১৬ জন রোহিঙ্গাকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত টেকনাফের দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ৬টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। প্রতিটি নৌকায় ১২-১৫ জনের মতো শিশু, নারী ও পুরুষ ছিল। পরে তাদের মায়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।

(জাস্ট নিউজ/জেআর/১৩১৫ঘ.)
মতামত দিন
চট্টগ্রামের খবর :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ