Tuesday October 24, 2017
প্রশাসন
24 October 2016, Monday
প্রিন্ট করুন
২৮ পুলিশ সুপারের রদবদল
জাস্ট নিউজ -
ঢাকা, ২৪ অক্টোবর (জাস্ট নিউজ) : পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত ২৮ জনকে রদবদল করা হয়েছে। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রদবদলের এ আদেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, চুয়াডাঙ্গার এসপি মো. রশীদুল হাসানকে জয়পুরহাটে, কৃড়িগ্রামের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে সিএমপির ডিসি, শেরপুরের এসপি মো. মেহেদুল করিমকে কুড়িগ্রামে, পাবনার এসপি মো. আলমগীর কবীরকে ডিএমপির (ডিসি), ডিএমপির ডিসি মুহাম্মদ সাইদুর রহমান খানকে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জের এসপি এস এম এমরান হোসেনকে ডিএমপির ডিসি, ফরিদপুরের এসপি মো. জামিল হাসানকে ডিএমপির ডিসি, এনটিএমসির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর এ কে এম ইকবাল হোসেনকে কক্সবাজারের এসপি, রাজবাড়ির এসপি জিহাদুল কবিরকে পাবনার এসপি, এপিবিএন-১১ এর এসপি সালমা বেগমকে রাজবাড়ির এসপি, এপিবিএন-২ এর অধিনায়ক মো. মুনিবুর রহমানকে মাগুরার এসপি, পুলিশ স্টাফ কলেজের এসপি মোহাম্মদ নজরুল হোসেনকে এপিবিএন-২ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস) মো. আবদুর রহমান খানকে টুরিস্ট পুলিশের এসপি, জয়পুরহাটের এসপি মোল্যা নজরুল ইসলামকে সিআইডির এসএস, ঝালকাঠীর এসপি সুভাষ চন্দ্র সাহাকে ফরিদপুরের এসপি, পুলিশ সদর দফতরের এআইজি মো. মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গার এসপি, মাগুরার এসপি এ কে এম এহসান উল্লাহকে নৌ পুলিশের এসপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শেখ মো. মিজানুর রহমানকে রাজশাহীর আরআরএফ কমান্ড্যান্ট, রাজশাহীর আরআরএফ কমান্ড্যান্ট বি এম হারুন অর রশীদকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি, কক্সবাজারের এসপি শ্যামল কুমার নাথকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) ডিসি, এসএমপির ডিসি মো. মুশফেকুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি, হাইওয়ের এসপি শাহীনা আমিনকে এপিবিএন-১১ এর অধিনায়ক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, নৌ পুলিশের এসপি জোবায়েদুর রহমানকে ঝালকাঠীর এসপি, ঢাকা রেঞ্জ ডিআইজির অফিসের এসপি সৈয়দ হারুন অর রশীদকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির অফিসের এসপি, টুরিস্ট পুলিশের এসপি মো. আসাদ উল্লাহ চৌধুরীকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসএস, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে ডিএমপির ডিসি, এসবির এসএস সুলতানা নাজমা হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজির অফিসের এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মো. রফিকুল হাসান গণিকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

তাদের মধ্যে এনটিএমসির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একেএম ইকবাল হোসেন এবং কক্সবাজারের এসপি শ্যামল কুমার নাথের বদলির আদেশ আগামী ১২ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

(জাস্ট নিউজ/একে/২০১৬ঘ.)
মতামত দিন
প্রশাসন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ