Sunday May 28, 2017
বহিঃবিশ্ব
17 May 2017, Wednesday
প্রিন্ট করুন
১৪ বছরেই স্মাতক!
জাস্ট নিউজ -
নিউইয়র্ক, ১৭ মে (জাস্ট নিউজ) : টেক্সাস ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয় (টিসিইউ) থেকে সবচেয়ে কম বয়সে স্মাতক সম্পন্ন করে রেকর্ড গড়েছেন কারসন উই ইও। তিনি মাত্র ১৪ বছর বয়সে এ ডিগ্রি অর্জন করেন। খবর এপির।

রবিবার বিশ্ববিদ্যালয় থেকে ২ হাজার শিক্ষার্থীকে স্মাতক ডিগ্রি দেয়া হয়। এর মধ্যে কারসনের বয়স ছিল সবচেয়ে কম। তার প্রধান বিষয় ছিল পদার্থ বিজ্ঞান। আর গণিত এবং চাইনিজ ছিল ঐচ্ছিক বিষয়। কারসেন ২০১৩ সালে ১১ বছর বয়সে টিসিইউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এমন অনেক প্রিয় বিষয় এখান থেকে শিখেছি, যা আগে জানতাম না। এমনকি জানতামও না যে, এসবের অস্তিত্ব আছে।

কারসেন নিজেকে একজন অতিসাধারণ শিক্ষার্থী বর্ণনা করে কোয়ান্টাম তত্ত্বে উচ্চতর ডিগ্রি নেয়ার আগ্রহের কথা জানান। এর আগে মাত্র ১০ বছর বয়সে গ্র্যাজুয়েট করে রেকর্ডের প্রথমে আছেন মাইকেল কে. কারনেই।
 
(জাস্ট নিউজ/ওটি/১২২১ঘ.)

মতামত দিন
বহিঃবিশ্ব :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ