Wednesday November 22, 2017
রংপুরের খবর
17 May 2017, Wednesday
প্রিন্ট করুন
ইয়াবাসহ আওয়ামী লীগ সভাপতির ছেলে আটক
জাস্ট নিউজ -
লালমনিরহাট, ১৭ মে (জাস্ট নিউজ) : লালমনিরহাটের আদিতমারীতে ৩০ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে ওই উপজেলার মহিষখোচা ইউনিয়নের কামারপাড়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনিচার রহমানের ছেলে বলে জানা গেছে।

লালমনিরহাট গোয়েন্দা পুলিশের এসআই কামাল উদ্দিন বলেন, বেশ কিছু দিন ধরে মিন্টু মিয়া মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক মিন্টু মিয়াকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(জাস্ট নিউজ/ওটি/১২৩৫ঘ.)
মতামত দিন
রংপুরের খবর :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ