Wednesday November 22, 2017
সাহিত্য আসর
12 April 2017, Wednesday
প্রিন্ট করুন
সাহিত্যিক শান্তনু কায়সার আর নেই
জাস্ট নিউজ -
ঢাকা, ১২ এপ্রিল (জাস্ট নিউজ) : বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও কথাসাহিত্যিক শান্তনু কায়সার মারা গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা এই লেখক। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

শান্তনু কায়সারের ছেলে উজ্জ্বল কায়সার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শান্তনু কায়সার মারা যান। ঢাকা ও কুমিল্লায় জানাজা শেষে তাঁকে চাঁদপুরে দাফন করা হবে।

মেয়ে শাহানা নার্গিস জানান, হৃদরোগে আক্রান্ত হলে শান্তনু কায়সারকে প্রথমে কুমিল্লার মুন হাসপাতালে এবং পরে ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর ফুসফুসে প্রভাব পড়েছিল।

শান্তনু কায়সার ১৯৫০ সালে ৩০ ডিসেম্বর তৎকালীন কুমিল্লা বর্তমান চাঁদপুর জেলার ফরিদপুর উপজেলার সাচানামেঘ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

শান্তনু কায়সার ৪৫টি গ্রন্থ রচনা করেছেন। জাতীয় ও স্থানীয় অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।

(জাস্ট নিউজ/ওটি/১১২৪ঘ.)
মতামত দিন
সাহিত্য আসর :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ