Sunday October 22, 2017
আই টি
03 April 2017, Monday
প্রিন্ট করুন
ফেসবুক বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি
জাস্ট নিউজ -
ঢাকা, ৩ এপ্রিল (জাস্ট নিউজ) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয়েছে।
 
সোমবার গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে একথা জানানো হয়।
 
চিঠিতে বলা হয়, 'মধ্যরাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক' বিষয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
 
এতে আরো বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দৃঢ়ভাবে বলতে চায় এ সংবাদটি সঠিক নয়। সরকার ফেসবুক বন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

(জাস্ট নিউজ/একে/২২১০ঘ.)


মতামত দিন
আই টি :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ