Friday November 24, 2017
শেয়ারবাজার
18 May 2016, Wednesday
প্রিন্ট করুন
ডিএসইতে লেনদেন ও সূচক বেড়েছে
জাস্ট নিউজ -
ঢাকা, ১৮ মে (জাস্ট নিউজ) : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক বেড়েছে।

বুধবার মোট ৩৬১ কোটি ২৯ লক্ষ ৮৩ হাজার ১১৮ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫৯ কোটি ২৭ লাখ টাকা বেশি। মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩৭.৬৭ পয়েন্ট বেড়ে ৪৩৬৪.৩১ পয়েন্টে অবস্থান করছে।

এদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়।  এর মধ্যে দাম বেড়েছে ১৯৬ টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লি., আরএকে সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, এমজেএল বিডি, অরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার, বৃটিশ আমেরিকান টোব্যাকো, ইউনিক  হোটেল ও কেয়া কসমেটিকস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- আরএকে সিরামিকস, অরিয়ন ইনফিউশন, বাংলাদেশ ন্যাশনাল ইন্সু., বীচ হ্যাচারী, ইউনাইটেড ইন্সু., লাফার্জ সুরমা সিমেন্ট, অলটেক্স ইন্ডা., মোজাফ্ফর স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ ও ৭ম আইসিবি।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- ভ্যানগার্ড এএমএল বিডি, আইএসএন লি., শাহজালাল ইসলামি ব্যাংক, প্রাইম ইন্সু., রিলায়েন্স ইন্সু., বাটা সু, দুলামিয়া কটন, ফিনিক্স ইন্সু., ন্যাশনাল লাইফ ইন্সু. ও শাইনপুকুর সিরামিকস।

(জাস্ট নিউজ/একে/২০৩৩ঘ.)
মতামত দিন
শেয়ারবাজার :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ