Friday November 24, 2017
প্রশাসন
09 May 2016, Monday
প্রিন্ট করুন
অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে রদবদল
জাস্ট নিউজ -
ঢাকা, ৯ মে (জাস্ট নিউজ) : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম চৌধুরী স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত বেগম গোপা চৌধুরী বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলির আদেশাধীন মো. নিজাম উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোছলেহ উদ্দিন পাট অধিদফতরের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. জিয়া উদ্দিন আহমেদ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হালিম বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাট অধিদফতরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী রওশন আক্তার বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. রকিব হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।

এছাড়া যুগ্মসচিব পর্যায়েও বেশ কয়েকজন কর্মকর্তার দফতর রদবদল হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মো. আজিজুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগপূর্বক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক এবিএম ফজলুর রহমান পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম সেহেলী শিরিন আহমেদ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাহাঙ্গীর হোসেন পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত, পরিবেশ অধিদফতরের পরিচালক মো. তৌফিকুল আরিফ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগের অধীন সাসটেইনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য শেখ ফয়জুল আমিন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ইরতিজা আহমেদ চৌধুরী প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প (৩য় পর্যায়) এর প্রকল্প পরিচালক, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বিকাশ চন্দ্র শিকদার মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, স্থানীয় সরকার বিভাগের অধীন ইউ’র সাপোর্ট টু হেলথ এন্ড নিউট্রিশন প্রকল্পের পরিচালক পদে বদলির আদেশাধীন মো. আমিনুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুয়রেস্ট প্রকল্পের পরিচালক, মুুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক এ এ আহাম্মদ আলী জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব, বিদ্যুৎ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. কাওসার আলী সাসটেইনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির সদস্য, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. এমদাদুল হক সরকারি আবাসন পরিদফতরের পরিচালক, সরকারি আবাসন পরিদফতরের পরিচালক ড. মো. আশরাফুল ইসলাম বিআইডব্লিউটিসির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।

(জাস্ট নিউজ/একে/২৩১০ঘ.)
মতামত দিন
প্রশাসন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ