Wednesday November 22, 2017
শেয়ারবাজার
03 May 2016, Tuesday
প্রিন্ট করুন
২ সপ্তাহ পর সূচক বেড়েছে
জাস্ট নিউজ -
ঢাকা, ৩ মে (জাস্ট নিউজ) : টানা দুইসপ্তাহ সূচকের পতন শেষে মঙ্গলবার ঘু‌রে দাঁ‌ড়ি‌য়ে‌ছে দেশের উভয় শেয়ারবাজার। ত‌বে ক‌মে‌ছে লেনদেনের পরিমাণ।

সূচক বাড়ার পেছ‌নে ব্যাংকের বিনিয়োগ সীমা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতি গ্রহণের ঘোষণাই কাজ ক‌রে‌ছে ব‌লে ম‌নে কর‌ছেন বাজার সং‌শ্লিষ্টরা। সোমবার ব্যাংকের ধারণ করা শেয়ার ও সাবসিডিয়ারি কোম্পানিকে দেওয়া ঋণ সাবসিডিয়ারির মূলধনে রূপান্তরের সুযোগ করে দেওয়ার নীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

দিন‌শে‌ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০০.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৭২.১৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৮৫ লাখ টাকা। যা সোমবার হয়েছিল ৪৬১ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন হওয়া ৩১৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ২৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

দিন‌শে‌ষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ২০০.৩৬ পয়েন্ট বেড়ে দিনশেষে ৭৯৯৫.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ২৪০টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৩২টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টির।

(জাস্ট নিউজ/একে/২২০৩ঘ.)
মতামত দিন
শেয়ারবাজার :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ