Friday November 24, 2017
বিশেষ রিপোর্ট
27 September 2016, Tuesday
প্রিন্ট করুন
জাতিসংঘে বাংলাদেশের ৩৫টি নিউজ পোর্টাল বন্ধ প্রসঙ্গ
সংবাদমাধ্যমের অধিকার সমুন্নত দেখতে চায় জাতিসংঘ
জাস্ট নিউজ -
জাতিসংঘ থেকে বিশেষ সংবাদদাতা, ২৭ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : জাতিসংঘ মহাসচিব বানকি মুনের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, বাংলাদেশে সংবাদমাধ্যমের অধিকার সমুন্নত দেখতে চায় জাতিসংঘ।

সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সম্প্রতি বাংলাদেশে ৩৫টি নিউজ পোর্টাল বন্ধ করে দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র এ কথা জানান।

বাংলাদেশের সাংবাদিক মুশফিজুল ফজল আনসারী জানতে চান, আজকের ব্রিফিংয়ে মুক্ত গণমাধ্যমের বিষয়টি উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ৩৫টি নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে। যেমন ২০১৫ সালের শুরুর দিকে বন্ধ করে দেয়া হয়েছিল নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি। এভাবেই বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের ভূমিকা কি? জবাবে ফারহান হক বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় আমরা বাংলাদেশে সংবাদ মাধ্যমের অধিকার সমুন্নত দেখতে চাই।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/একে/১২২০ঘ.)
মতামত দিন
বিশেষ রিপোর্ট :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ