Sunday November 19, 2017
সুস্থ্য থাকুন
14 July 2016, Thursday
প্রিন্ট করুন
শনিবার শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে হবে
জাস্ট নিউজ -
ঢাকা, ১৪ জুলাই (জাস্ট নিউজ) : আগামী শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদেশে ২ কোটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন একটি করে নীল রঙয়ের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন একটি করে লাল রঙয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি বলেন, আগেরবার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে বলে গুজব ছড়ানো হয়। এবার এসব গুজবে কান দিবেননা। এসব ভিটামিন ডেনমার্ক থেকে আনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের নিজস্ব ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এসব ক্যাপসুল খেলে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে শিশুদের ভিটামিন-এ খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী।এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(জাস্ট নিউজ/ওটি/১৪৪৪ঘ.)
মতামত দিন
সুস্থ্য থাকুন :: আরও খবর
প্রচ্ছদ
ছবি গ্যালারী
যোগাযোগ